Our Story -আমাদের গল্প
মানুষের জন্য আইনি সহায়তা (মাজআস) একটি মানবাধিকার সংস্থা ও আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান। আমরা বিশ্বাস করি—ন্যায়বিচার কোনো বিশেষ সুবিধাভোগীর জন্য নয়, বরং প্রত্যেক মানুষের জন্য সমানভাবে প্রাপ্য।
গ্রামের প্রান্তিক মানুষ থেকে শুরু করে শহরের শ্রমজীবী জনগোষ্ঠী—সবাই কখনো না কখনো আইনগত সমস্যার মুখোমুখি হন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা সঠিক দিকনির্দেশনা, আর্থিক সামর্থ্য কিংবা প্রাতিষ্ঠানিক সহায়তা পান না। এই শূন্যতাই পূরণ করতে আমরা কাজ শুরু করেছি।
আমাদের কাজের মূল লক্ষ্য হলো:
বঞ্চিত ও প্রান্তিক মানুষের জন্য বিনামূল্যে বা স্বল্প খরচে আইনি সহায়তা প্রদান
মানবাধিকার রক্ষা ও আইনি সচেতনতা বৃদ্ধি
আইনের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা
আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি, অসংখ্য মানুষ আমাদের সহায়তার মাধ্যমে তাদের অধিকার ফিরে পেয়েছে। মাজআস দৃঢ়ভাবে বিশ্বাস করে—যদি আমরা সবাই মিলে কাজ করি, তবে বাংলাদেশে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব।
Manusher Jonno Aini Sohayota (MAJAS) is a human rights and legal aid organization dedicated to ensuring justice for all. We believe that justice is not a privilege for a few, but a right for every individual.
From marginalized rural communities to urban working-class families, people across Bangladesh face legal challenges every day. Unfortunately, most of them lack access to proper guidance, financial resources, or institutional support. This is the gap we strive to bridge.
Our core mission is:
Providing free or affordable legal aid to marginalized and disadvantaged communities
Promoting and protecting human rights through legal awareness
Establishing social justice through the rule of law
Over the years, we have proudly supported countless individuals in reclaiming their rights. MAJAS strongly believes that together, we can build a just, humane, and inclusive society in Bangladesh.
