
স্থান: মাজআস অফিস
তারিখ: [১৯/০৯/২০২৫]
সময়: [৭ঘটিকায় ]
উপস্থিত সদস্যবৃন্দঃ
১. আব্দুল বাতেন রাফি – চেয়ারম্যান, মাজআস
২. সাদ্দাম হোসেন – ভাইস চেয়ারম্যান, মাজআস
৩. গিয়াস উদ্দিন পলাশ – ট্রেজারার, মাজআস
৪. সামসুদ্দোহা পিন্টু – নির্বাহী পরিচালক, মাজআস
৫. আওলাদ হোসেন – পরিচালক, মাজআস
৬. হেনা – মহিলা ও শিশু বিষয়ক অফিসার, মাজআস
আলোচ্য বিষয়ঃ
আজকের সালিশ সভায় সংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে উপস্থিত সদস্যবৃন্দ পর্যালোচনা ও আলোচনা করেন। বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে সভায় বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সিদ্ধান্তঃ
আলোচনার পর উপস্থিত সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে ন্যায়সংগত সমাধানে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন।

